কালীপূজা উপলক্ষে দুদিন বন্ধ থাকছে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধার আমদানি-রপ্তানি কার্যক্রম। কিন্তু ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
সোমবার (২৪ অক্টোবর) সকালে বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, কালীপূজা উপলক্ষে ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ফুলবাড়ি ২ বর্ডার লোকাল ট্রাক অনার্স ওয়েলফেয়ার সিদ্ধান্ত নিয়ে আমাদের চিঠি দিয়ে জানায়। দুই দেশের সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছি। আগামী বুধবার সকাল থেকে বন্দরের কার্যক্রম চলবে।
আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরে কার্যক্রম অব্যাহত থাকবে।
+ There are no comments
Add yours