ঘূর্ণিঝড় সিত্রাং : আগে ও পরে করণীয়

Estimated read time 1 min read
Ad1

সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট অধিক উচ্চতার জলোচ্ছাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়ের আগে করণীয়:

  • যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন
  • গুজব কান দেবেন না, সরকারি বার্তায় বিশ্বাস রাখুন
  • নিজের মোবাইল ফোন এবং প্রয়োজনীয় ডিভাইসগুলো সম্পূর্ণ চার্জ দিয়ে রাখুন
  • পশুগুলোকে বাড়ির ভিতরে নিরাপদ স্থানে রাখুন

ঘূর্ণিঝড়ের সময় করণীয়:

  • ঝড় শুরু হলে প্রথমেই বাড়ির ভেতরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিন।
  • ঘরের দরজা-জানালা বন্ধ রাখুন।
  • ঝড়ের সময় যদি রাস্তায় থাকেন, তা হলে যত দ্রুত সম্ভব কোনও সুরক্ষিত স্থানে আশ্রয় নিন।
  • গাছ বা বিদ্যুতের খুঁটির নীচে দাঁড়াবেন না।

ঘূর্ণিঝড়ের পর করণীয়:

  • ঝড়ে ক্ষতি হয়েছে এমন কোনও বাড়িতে আশ্রয় নেবেন না।
  • ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে হাত দেবেন না।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours