মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

Estimated read time 0 min read
Ad1

মানিকগঞ্জ পৌর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজনসহ চারজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে পৌরসভার নারাঙ্গাই এলাকায় এ ঘটনা ঘটে।

রাশেদুল ইসলাম (৪৫), তার স্ত্রী সোনিয়া আক্তার (৩০), তাদের আড়াই বছরের ছেলে রিফাত হোসেন এবং ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী ফারুক হোসেন (৩৮) দগ্ধ হয়েছেন।

গুরুতর অবস্থা ওই দম্পতি ও তাদের সন্তানকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। ফারুককে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফ্ল্যাটের একটি কক্ষে রাশেদুল ও কর্মচারী ফারুক এবং অপর কক্ষে রাশেদুলের স্ত্রী ও শিশুসন্তান রিফাত ঘুমিয়ে পড়েন। এর আগে রান্নাঘরে তিতাস গ্যাসের লাইন চালু রাখা হয়।

ভোর ৪টার দিকে রাশেদুল ঘুম থেকে ওঠে দোকানে যাওয়ার প্রস্তুতি নেন এবং কক্ষের ভেতরে বিকট গন্ধ অনুভব করেন। এ সময় রাশেদুল সিগারেটে আগুন ধরানোর জন্য দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর পর পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours