
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবারের (২৫ অক্টোবর) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫/১০/২০২২ তারিখের ২০১৯ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স, ২০২১ সালের অনার্স ১ম বর্ষ এবং ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা স্থগিত করে প্রশাসন।
তবে আজ মঙ্গলবার দুপর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ঘুর্ণিঝড় সিত্রাং-এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫/১০/২০২২ তারিখের ২০১৯ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স, ২০২১ সালের অনার্স ১ম বর্ষ এবং ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ স্থগিত পরীক্ষাসমূহ নিম্নবর্ণিত সংশোধিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে;’
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ সালের অনার্স প্রথম বর্ষ, ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ এবং ২০১৯ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স (নতুন ও পুরাতন সিলেবাস)-এর স্থগিত হওয়া পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখ হতে ৫ দিন পর ৩০ অক্টোবর(রবিবার) দুপুর ০১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
এসব পরীক্ষার পূর্ব ঘোষিত সময়সূচী অপরিবর্তিত থাকবে।
+ There are no comments
Add yours