
মোংলায় নদীতে ডুবে এক মহিলা নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মোংলার চাঁদপাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৫: ৪৫ মিঃ মোংলা উপজেলার চাদপাই ইউনিয়নের পাকখালি আবাসন প্রকল্পের বাসিন্দা মৃত আরশাদ আলী মেয়ে ফাতেমা বেগম (ফতে) জয়খাঁ এলাকার মামার বাড়ি থেকে ফেরার সময় পাকখালি গোড়া খাল খেয়া পারাপার হতে গিয়ে অসাবধানতাবসত খালে পড়ে নিখোঁজ হয়।
খালে স্রোত বেশি থাকায় স্থানীয়রা তাৎক্ষণিক চেষ্টা করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি মোংলা ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিস কর্মীরা খাল ও পার্শ্ববর্তী নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করবে বলে জানা যায়।
মোংলা ফায়ার সার্ফিসের ফায়ার ফাইটার মোঃ মামুন জানান, এখনো পর্যন্ত আমাদের কাছে এরকম কোন খবর আসেনি।
+ There are no comments
Add yours