সিত্রাংয়ের কবলে চরে আটকে থাকা নববধূসহ ৩৭ বরযাত্রী উদ্ধার

Estimated read time 0 min read
Ad1

নরসিংদীর চরাঞ্চল শ্রীনগরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়া ৩৭ বরযাত্রীকে দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে মেঘনা নদীবেষ্টিত এলাকা সদর উপজেলার শ্রীনগর ইউনিয়নের পঞ্চবটি নামক স্থান থেকে তাদেরকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার সকলে অক্ষত ছিলেন।

সোমবার নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়াকান্দা গ্রামের মৃত সোহরাব মিয়ার ছেলে ফরহাদের সঙ্গে আলোকবালী ইউনিয়নের কাজীরকান্দি এলাকার আবদুল হাসিমের মেয়ে সাবিনার বিয়ে হয়।

দুপুরের দিকে নরসিংদী পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে বরযাত্রী নিয়ে নৌকাটি রওনা হয়। বরযাত্রীবাহী নৌকাটি নিরাপদে আলোক বালি ইউনিয়নের কনের বাড়িতে পৌঁছায়।

পরে বিয়ে শেষ করে বিকেলে নববধূসহ নৌকাটি নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়। নৌকাটি মাঝ নদীতে আসলেই ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে। সিত্রাংয়ের কবলে পড়ে নৌকাটি দিক হারিয়ে একটি নির্জন দ্বীপের বালুচরে গিয়ে থামে।

দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা যাবত পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বর যাত্রীবাহী নৌকাটির। বরযাত্রীবাহী নৌকাতে থাকা বরের মামা বাচ্চু মিয়া উপস্থিত বুদ্ধিতে ৯৯৯ এ ফোন করে সাহায্য চান। পরে ৯৯৯ থেকে ফোন করে করিমপুর নৌপুলিশ ফাঁড়িকে বিষয়টি অবহিত করা হয়।

করিমপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা তাৎক্ষণিক বিষয়টি আমলে নিয়ে কাজে নেমে পড়েন। বরযাত্রীসহ নৌকাটিকে করিমপুর নৌপুলিশ ফাঁড়িতে আনা হয়।

কেবি২৪/৩০৫৯০
নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours