চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে অবৈধভাবে বিক্রির অভিযোগে লাফার্জহোলসিমের বিরুদ্ধে ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সুনামগঞ্জের ছাতকে অর্ধদিবস হরতাল ও সকাল-সন্ধ্যা নৌ ধর্মঘট চলছে।
হঠাৎ ডাকা হরতালে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (২৬ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।
হরতাল পালনে সড়কে সক্রিয় রয়েছেন নেতাকর্মীরা। সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। এ সময় যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও ব্যবসায়ী শ্রমিকদের মধ্যে তর্ক-বির্তকের ঘটনাও ঘটেছে।
এদিকে হরতালের সমর্থনে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। অফিসগামীদের হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। হরতালের কারণে শহরের এঙ্গ আন্তঃজেলা বাস চলাচল বন্ধ। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
+ There are no comments
Add yours