সুজন চৌধুরী,চট্টগ্রাম: চট্টগ্রাম চিড়িয়াখানায় বিভিন্ন সময়ে উদ্ধার করে আনা তিনটি পুরুষ লজ্জাবতী বানরকে সোমবার ( ১৩ জুলাই) হাজারিখীল অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।
জানা যায়,উদ্ধার করে আনা বানরগুলোর মধ্যে দুইটি বানর ছিল মৃতপ্রায়। চিকিৎসা সেবা দিয়ে সুস্হ হওয়ার পর চট্টগ্রাম জেলা প্রশাসনের অনুক্রমে বানরগুলো অবমুক্ত করে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
এবিষয়ে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, বিভিন্ন সময়ে প্রশাসন বানরগুলোকে উদ্বার করে চট্টগ্রাম চিড়িয়াখানায় নিয়ে আসে অসুস্থ বানরগুলো সুস্হ পরে পরে তাদের অবমুক্ত করা হয়েছে।তিনি আরও বলেন, বাংলাদেশের মধ্যে লাউয়াছড়া, হবিগজ্ঞের রেমা-কালেঙ্গা, সাতছড়ি ও চট্টগ্রামের হাজারিখীল অভয়ারণ্যে এই লজ্জাবতী বানর দেখা যায়। লজ্জাবতী বানর প্রায় বিলুপ্ত প্রজাতির।
এরা নিশাচর হওয়ায় এবং সূর্যের আলো সহ্য করতে পারে না বলে এদের অন্ধকারে রাখতে হয়। যার ফলে চিড়িয়াখানায় মানুষজন এদের দেখতে পায় না। এছাড়া বানর তিনটি পুরুষ তাই এদের অবমুক্ত করা হয়েছে।
বানরগুলো অবমুক্তকালে হাটহাজারীর ইউএনও রুহুল আমীন, ফটিকছড়ির ইউএনও সায়েদুল আরেফিন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours