আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত মোজাহিদ

Estimated read time 1 min read
Ad1

শিশুদের জন্য নোবেল পুরস্কার নামে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২২ এর জন্য মনোনীত হয়েছেন কিশোরগঞ্জের সন্তান মোজাহিদুল ইসলাম।

নেডারল্যান্ডসের কিডস রাইটস ফাউন্ডেশন তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছে।

বাংলাদেশে প্রথমবারের মতো ২০২০ সালে এই পুরস্কার জিতেছিল সাদাত রহমান। পুরস্কারটির মোট অর্থমূল্য এক লাখ ইউরো। একে বিশ্বের সর্বোচ্চ সম্মানজনক শিশু পদক হিসেবে বিবেচনা করা হয়।

কিডস রাইটসের ওয়েবসাইটে বলা হয়, মোজাহিদ একজন তরুণ চেঞ্জমেকার। শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে। সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের শিক্ষার সুযোগ করে দেয়। টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে হাওরের শিশুদের সচেতন করার স্বীকৃতিস্বরূপ তাকে মনোনীত করা হলো। আগামী ১৪ নভেম্বর নেদারল্যান্ডসে পুরস্কারটি ঘোষণা করার কথা রয়েছে।

মোজাহিদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের মহিষারকান্দি গ্রামে। মোজাহিদের বাবা অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দীন ২০১৮ সালে মারা যান। তার মায়ের নাম মনোয়ারা পারভীন। পরিবারের একমাত্র সন্তান সে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours