তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার সরকার গণমাধ্যমের বিকাশে গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের প্রাইভেট টেলিভিশনের যাত্রা শুরু হয় শেখ হাসিনার আমলে।
এরপর ২০০৫ সালে সরকার গঠনের আগ পর্যন্ত ১০টি বেসরকারি চ্যানেল ছিল। আজ প্রায় ৪০টি বেসরকারি চ্যানেল দেশে সম্প্রচারে আছে।
বুধবার (২৬ অক্টোবর) রাতে গুলশানের ঢাকা ওয়েস্টিন হোটেল দেশ টিভির নতুন লোগো উন্মোচন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত সময়ে পথচলায় দেশ টিভি দর্শকপ্রিয়তা পেয়েছে। গণমাধ্যম শুধু রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ নয়, গণমাধ্যম রাষ্ট্রের দর্পণ হিসেবে কাজ করে।
সমাজকে সঠিক তথ্য দেওয়ার ক্ষেত্রে, নতুন প্রজন্ম তৈরি করে দেশকে স্বপ্নের ঠিকানায় নিতে গণমাধ্যম ভূমিকা রাখে।
সেজন্য গণমাধ্যম সঠিকভাবে পরিচালিত হলে সত্যিকার অর্থে সমাজের দর্পণ হিসেবে কাজ করতে পারে।
+ There are no comments
Add yours