প্রায় ৩৭ হাজার বোতল বিদেশি মদ ধ্বংস করেছে র্যাব। ধ্বংসকৃত মদের মূল্য প্রায় ৩৭ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব-১১।
এটি র্যাবের ইতিহাসে আটক করা সর্ববৃহৎ মদের চালান। এ চালান চট্টগাম বন্দর হয়ে ঢাকার বিভিন্ন হোটেল ও ক্লাবের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এ সকল মদ শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছিল।
বুধবার (২৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে র্যাব-১১ এর আদমজীনগর কার্যালয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধারকৃত ৩৬ হাজার ৮১৬ বোতল মদ ধ্বংস করা হয়েছে।
এ সময় র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা, জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ফেরদৌসের উপস্থিতিতে রোড রোলারের সহায়তায় জব্দকৃত মদ ধ্বংস করা হয়।
র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেই নীতি অনুসরণ করে বাংলাদেশ র্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।
মাদক কারবারীদের হুঁশিয়ারি দিয়ে বলবো মাদক ব্যবসায়ী ও বাহক কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যারা মাদকসেবী ও মাদক বহন করে শুধু তাদের বিরুদ্ধে নয়, যারা মাদকের সিন্ডিকেট পরিচালনা করে তাদের বিরুদ্ধেও আমার কঠোর অবস্থান থাকবে।
সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার পাশাপাশি সমাজের সকলকে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন তিনি।
+ There are no comments
Add yours