
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্য নিয়ে মাউশির নির্দেশনায় সারাদেশের ন্যায় চট্টগ্রামেও প্রথমবারের মতো উদযাপিত হলো শিক্ষক দিবস ২০২২।

শিক্ষক দিবস-২০২২ উপলক্ষে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ২৭ অক্টোবর(বৃহস্পতিবার) সকালে চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে সংক্ষিপ্ত পরিষরে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এছাড়া চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল হাসানের নেতৃত্বে কলেজের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours