সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ অভিন্ন এক পন্থায় আনা স্বর্ণের চালান ধরা পড়েছে। স্বর্ণের জ্যাকেট ও আন্ডার ওয়্যারসহ দুবাই ফেরত সারোয়ার রহমান নামে একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আবুদাবি থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইট (বিজি-২২৮) যোগে ওই যাত্রীকে ওসমানী বিমানবন্দর গ্রীণ চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করেন বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করে ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার (ডিসি) মো. মোমিন জানান, গ্রীণ চ্যানেল পর হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশি চালিয়ে স্বর্ণ পেস্ট করা গেঞ্জি টাইপ জ্যাকেট ও আন্ডারওয়্যার, ২টি স্বর্ণের বার এবং ১০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।
+ There are no comments
Add yours