চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুর আলমসহ ৩০ জনের নাম উল্লেখ করে মোট ১৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বুধবার (২৭ অক্টোবর) রাতে উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন।
বুধবার বিকেলে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় ১৪ নেতা-কর্মী আটক হন। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
জানা যায়, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পুলিশের কাজে বাধা সৃষ্টি করেছিলেন। মিছিল থেকে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় তাদের ইটপাটকেলের আঘাতে কোতোয়ালি থানা পুলিশের চার সদস্য আহত হন।
+ There are no comments
Add yours