ব্রাহ্মণবাড়িয়ায় ভোট বাণিজ্য করা জনপ্রতিনিধিদের শাস্তি দাবি

Estimated read time 1 min read
Ad1

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ভোট বাণিজ্যের অভিযোগ তুলে জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করে সচেতন নাগরিক সমাজ নামে একটি নাগরিক সংগঠন।

বক্তারা অভিযোগ করেন, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ন্যাক্কারজনকভাবে ভোট বাণিজ্য হয়েছে। নির্বাচনে ১,৩৯২ জন ভোটার অর্থাৎ ৫টি পৌরসভার মেয়র-কাউন্সিলর, ৯টি উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান এবং ১০০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা তাদের ভোট মোটা অংকের টাকায় বিক্রি করে চরম নৈতিক অধপতনের পরিচয় দিয়েছেন। নির্বাচনকালীন তাদের অনৈতিক কর্মকাণ্ডের বাস্তব অবস্থা অবলোকন এবং গণমাধ্যমে প্রকাশিত খবরে উদ্বেগ প্রকাশ করে তন্তপূর্বক নিজেদের ভোট নিলামকারী জনপ্রতিনিধিদের শাস্তির দাবি জানান বক্তারা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours