রীতিমতো অট্টহাসিতে হাসছে সূর্য! সেই ছবি লেন্সবন্দি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
‘হাস্যমুখ’ সূর্যের ছবি প্রকাশ্যে এনেছেন বিজ্ঞানীরা। নাসার তরফে টুইটারে সেই ছবি পোস্ট হতেই লাইক-কমেন্টের বন্যা বয়ে যায়।
সম্প্রতি নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি-র তরফে লেন্সবন্দি করা হয় সূর্যকে। সেখানে ইমোজির মতো হাসিমুখে ধরা দিয়েছে সূর্য। হাসি মুখের আদলে সূর্যের গায়ে দেখা গিয়েছে একটি কালো রেখা।
বিজ্ঞানীদের দাবি, হাসিমুখের মতো দেখতে ওই কালো রেখাটি আসলে সূর্যের করোনাল হোলস। সৌর ঝড়ের কারণে ওই গর্ত তৈরি হয়েছে বলে দাবি উঠেছে।
সূর্যের হাসিমুখের ছবি প্রকাশ্যে আনার পর উদ্বেগ প্রকাশ করেছে নাসা। বিজ্ঞানীদের দাবি, সূর্যের গায়ের এই গর্তগুলি সৌর ঝড় ডেকে আনে।
ভবিষ্যতে সৌর ঝড় পৃথিবীর দিকেও ধেয়ে আসতে পারে বলে দাবি করা হচ্ছে। সূর্যের অতি বেগুনি রশ্মির নিঃসরণ বেশি পরিমাণে হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
+ There are no comments
Add yours