রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাবি শিক্ষার্থীদের ওপর হামলাসহ সারা দেশে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবায় অনিয়ম, অবহেলা ও রোগীর স্বজনদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে অনশন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান।
সোমবার (৩১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরের ফুটপাতে বসে অনশনকালে তিনি বলেন, সারা দেশে চিকিৎসকদের অবহেলা এবং সাধারণ মানুষের সেবা প্রাপ্তির অনিশ্চয়তা দিন দিন চরম আকার ধারণ করেছে।
‘সম্প্রতি রাবি শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়। এর বিরুদ্ধে কিছু বলতে গেলে তার সহপাঠীরা হামলার শিকার হয়। চিকিৎসাক্ষেত্রে এটা নগ্নতার পরিচয়।’
তিনি সরকারের কাছে আবেদন করে বলেন, এটার একটা সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক। না হয় আমাদের দেশের স্বাস্থ্যখাত ধ্বংস হয়ে যাবে।
+ There are no comments
Add yours