ট্রেনের টিকিট কালোবাজারির ঘটনায় রাজধানীর রেলওয়ে থানায় করা মামলায় ই-টিকেটিং পোর্টাল সহজ ডটকমের সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম রেজা ও তার সহযোগী মো. এমরানুল হক সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক ফ.ম. শাহজাহান আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ঈদযাত্রায় ট্রেনের টিকিটের বিপুল চাহিদা থাকে। এ সুযোগ কাজে লাগিয়ে কালোবাজারে টিকিট বিক্রি করে আসছিল এই চক্র।
অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হওয়ার অভিযোগ তদন্তে নেমে রেজাউল করিমকে আটক করে র্যাব-১। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে টিকিট কালোবাজারির বিষয়টি নিশ্চিত হয় র্যাব। পরে তার সহযোগী এমরানুলকে আটক করা হয়।
+ There are no comments
Add yours