জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. হারুন অর রশীদের বিরুদ্ধে স্থানীয় এক সাংবাদিককে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে!
দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি সাংবাদিক আশরাফুল ইসলাম রোববার (৩০ অক্টোবর ) দুপুরে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিক আশরাফুল অভিযোগ করে বলেন, পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ প্রকাশের জের ধরে গত ২৭ অক্টোবর বিকালে একদল সন্ত্রাসী তার উপর হামলা করে।
এ ঘটনায় তিনি ১৪ জনকে আসামী করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। তেজগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. হারুন অর রশীদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে এই ঘটনা ঘটে।
তিনি জীবনের নিরাপত্তা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ সময় তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান বলেও অভিযোগ করেন।
আশরাফুল আরো অভিযোগ করেন, তেজগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. হারুন অর রশীদের বাবা ও বড় ভাই রাজাকার ছিলেন। তিনি এ সময় রাজাকারের একটি তালিকাও দেখান।
এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. হারুন অর রশীদ বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনা নিন্দনীয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের শাস্তি দাবি করেন।
এসব বিষয়ে তেজগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ বলেন-“আমার পরিবার আওয়ামী লীগের পরিবার। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আমি যাতে মনোনয়ন না পাই তার জন্য একটি পক্ষ এসব অপপ্রচার করছেন।
+ There are no comments
Add yours