একটি মাদক কারবারি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সাভার ও উত্তরায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ডিএনসির ঢাকা মেট্রো. কার্যালয়ে (উত্তর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল।
গ্রেপ্তাররা হলেন মো. রুবেল (৩২), মো. ফারুক দেওয়ান (৩০), মো. নুর উদ্দিন দেওয়ান (৪৫) ও মো. রাব্বি (২১)। তাদের কাছ থেকে ২৯ কেজি গাঁজাসহ একটি অবৈধ বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে।
জাফরুল্লাহ কাজল বলেন, চক্রটি গাঁজার একটি বড় চালান হবিগঞ্জ থেকে উত্তরায় মজুতের উদ্দেশ্যে নিয়ে আসবে। গাঁজা পরিবহনকালে তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারের গতি রোধ করে ২০ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করি।
জাফরুল্লাহ কাজল আরও বলেন, নিজেদের নিরাপত্তার জন্য গাঁজা পরিবহনকালে তারা একাধিক প্রোটোকল মেইনটেন করতেন। তাদের একটি গ্রুপ আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন টহল টিম ও চেকপোস্ট সম্পর্কে আরেকটি গ্রুপকে ক্লিয়ারেন্স দিলে তারা ঢাকার উদ্দেশে রওনা হতেন। এভাবে তারা হবিগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত তাদের ভাষায় লাইনম্যান ব্যবহার করে মাদক পরিবহন করতেন।
+ There are no comments
Add yours