ফটিকছড়ি পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

Estimated read time 1 min read
Ad1

বহুল আকাঙ্খিত ফটিকছড়ি পৌরসভার নির্বাচন আজ ২ নভেন্বর, ২০২২ অনুষ্টিত হতে যাচ্ছে।

এই নির্বাচনকে কেন্দ্র করে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্হা, ৯টি কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র‍্যাব স্টাইকিং সোর্স হিসাবে থাকবে, বিজিবি ২ পাল্টোন, প্রতিটি কেন্দ্র (সাধারণ) ৩জন পুলিশ, গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৪ জন, আনসার ৭ জন, ১৯ কেন্দ্রে ১৫০০(পনের’শ) সিসি ক্যামরা ও ভোটারের উপস্হিতি বুঝে ভোট বাড়ানো হবে।

ওয়ার্ড হিসাবে ভোটার সংখ্যাঃ

  • ১) ওয়ার্ডে ৪৯৮৫ জন। পুরুষ-২৪৮৫ জন, মহিলা-৪৬৮০ জন।
  • ২) ওয়ার্ডে- মোট ২৪০০ পুরুষ-১২৮৯, মহিলা-১১১১।
  • ৩) ওয়ার্ডে মোট-৩১৩৩ জন। পুরুষ -১৬০৬, মহিলা-১৫২৮।
  • ৪) ওয়ার্ডে মোট ৫৫৭২ জন, পুরুষ-২৯৩৭, মহিলা-২৬৪০ জন।
  • ৫) ওয়ার্ডে মোট-৪৪৫৮জন। পুরুষ-২৩৯৬ জন, মহিলা-২৬৪০ জন।
  • ৬)ওয়ার্ডে মোট-৩৬৪৯ জন। পুরুষ-১৯৩৪, মহিলা-১৭১৫ জন।
  • ৭) ওয়ার্ডে মোট-৪৬৯৯ জন। পুরুষ-২৪৫৮ জন, মহিলা-২২৪১ জন।
  • ৮) ওয়ার্ডে মোট-৩৯১৬ জন। পুরুষ-২০৩৮ জন,মহিলা-১৮৭৮ জন।
  • ৯) ওয়ার্ডে-৩৭৩৯ জন। পুরুষ-১৯৪২. জন মহিলা-১৭৮৭ জন।

এছাড়া, সংরক্ষিত (১, ২, ৩) ১নং ওয়ার্ডে ১০২১৩। (৪, ৫, ৬) ২নং ওয়ার্ডে ১৩৬৭৯ জন। (৭, ৮, ৯) ৩নং ওয়ার্ডে-১২৩৫৪ জন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours