মোঃ সারোয়ার, কর্ণফুলী প্রতিনিধি:
কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডসহ বিভিন্ন জায়গায় নাজেহাল অবস্থা। এ ইউনিয়নের বসবাসরত বাসিন্দাদের দুর্ভোগের অন্ত নেই। এখানকার বেশিরভাগ রাস্তাগুলো মাটির তৈরী। ফলে বর্ষায় রাস্তাগুলো কাদায় হাঁটার প্রায় অনুপোযোগী হয়ে যায়। রাস্তাগুলো দেখলে মনে হবে ধান চাষ করার জন্য বীজতলা তৈরী করা হয়েছে।কিছু কিছু জায়গায় ইট এবং পিচ ঢালা করা হলেও সেখানে কানাখন্দে ভরা।
স্থানীয় এক বৃদ্ধ ক্ষোভ নিয়ে খবর বাংলাকে বলেন, ভোট আসলে মেম্বার চেয়ারম্যান আমাদের দুয়ারে এসে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যায় এবং রাস্তা ফাকা করার কথা বলে। কিন্তু ভোট চলে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায় না।
এব্যাপারে চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলীর সাথে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি খবর বাংলাকে জানান, চরলক্ষ্যা-ডাঙ্গাচর সড়কের প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।টেন্ডার প্রক্রিয়াধীন আছে। কিছু দিনের মধ্যে টেন্ডার ড্রপ করা হবে। তিনি আরো বলেন, আমাদের ইউনিয়ন তুলনামুলকভাবে অন্যান্য ইউনিয়নের চেয়ে বড়। কিন্তু এখানে লোকসংখ্যা কম হওয়ায় আমরা বরাদ্দ কম পায়।যার কারণে আমাদের ইউনিয়নে কাজ কম হয়।
+ There are no comments
Add yours