হোটেলে হোটেলে যাচ্ছে পুলিশ

Estimated read time 1 min read
Ad1

বরিশাল নগরীর আবাসিক হোটেলগুলোর খোঁজ নেওয়া শুরু করেছে পুলিশ। হোটলে মালিকরা বলছে নতুন করে বোর্ডার তুলতে প্রশাসন থেকে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ বলছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে নজরদারি বাড়ানো হয়েছে।

সিটি করপোরেশন এলাকায় মালিক সমিতির আওতায় দুই শতাধিক আবাসিক হোটেল রয়েছে। তবে মালিক সমিতি কয়েক বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় সাবেক নেতারা কথা বলতে রাজি হননি।

জানা গেছে, এসব হোটেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে দায়িত্বরতদের সঙ্গে কথা বলে এসেছেন।

ভাড়া যিনি নেবেন তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি তুলে রাখাসহ হালনাগাত তথ্য লিপিবদ্ধ করে রাখতে বলা হয়েছে।

অন্যদিকে বুধবার সন্ধ্যায় হোটেল রোদেলা ইন্টারন্যাশনাল ও কাঠপট্টি রোডের হোটেল ধানসিঁড়িতে মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেন।

এই খবরে অন্য হোটেলে গুঞ্জন ছড়িয়ে পরে পুলিশি অভিযানের। এমনকি বিএনপির কয়েকজন নেতারা এই অভিযোগ করেন।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, হোটেল তদারি আমাদের নিয়মিত কাজের অংশ। হোটেল কর্তৃপক্ষ সঠিকভাবে নিয়ম অনুসরন করছেন কিনা এসব খোঁজখবর নিতেই হোটেলে যাওয়া হচ্ছে। একটি রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে হোটেলে আমাদের নজরদারি বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours