প্রগ্রেসিভ অ্যান্ড অল্টারনেটিভ রক ব্যান্ড ‘স্টোন’ প্রতিষ্ঠার ১০ বছর পর তাদের প্রথম অ্যালবাম ‘অবশ প্রলাপ’ নিয়ে আসছে।
বুধবার (২ নভেম্বর) প্রকাশ পেয়েছে অ্যালবামটির প্রথম গান ‘আলোর শিহরণ’।
ব্যান্ডটি জানায়, ২০২০ সালে অ্যালবামটি প্রকাশের কথা থাকলেও করোনা মহামারির কারণে পিছিয়ে যায়।
‘আলোর শিহরণ’-গানটি ছাড়াও ‘মেঘ’, ‘নেই তুমি’ ‘অমানুষ’, ‘বিষাদের আলিঙ্গন’, ‘ঘুনে ধরা শহর’, ‘বৃষ্টি’ এবং ‘অবশ প্রলাপ’সহ মোট ৮টি গান নিয়ে সাজানো হয়েছে তাদের প্রথম অ্যালবাম।
গানগুলো নিয়মিত বিরতিতে চলতি বছরই প্রকাশ পাবে। নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশের পাশাপাশি এগুলো মুক্তি পাবে স্পটিফাই, অ্যামাজন, আইটিউনস, অ্যাপল মিউজিক, ডিজারের মতো জনপ্রিয়সব আর্ন্তজাতিক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
প্রাথমিকভাবে গানগুলোর অ্যনিমেটেড লিরিক্যাল ভিডিও প্রকাশ পেলেও শ্রোতা গ্রহণযোগ্যতা বিবেচনায় ভিডিও আকারে কিছু গান প্রকাশিত হবে।
ব্যান্ডের মুখপাত্র লিড গিটারিস্ট শাহেদ বলেন, ‘২০১৩ সালে আমাদের যাত্রা শুরু হয়। যদিও আমরা অন্যান্য ধারার সংগীতের উপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন নীরিক্ষা চালিয়েছি। ঢাকা, চট্টগ্রামসহ প্রায় সারা বাংলাদেশে আমরা বিভিন্ন কনসার্টে অংশ নিয়েছি।’
+ There are no comments
Add yours