পরিত্যক্ত ঘরে ‘অপ্রতিরোধ্য বাংলা জাদুঘর’

Estimated read time 1 min read
Ad1

পঞ্চগড়ের মহানন্দার তীরবর্তী স্থানে ডাকবাংলোর পিকনিক কর্ণারের একটি পরিত্যক্ত ঘরকে ‘অপ্রতিরোধ্য বাংলা জাদুঘর’ হিসেবে রূপ দিয়েছেন তেঁতুলিয়ার নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা।

স্থানীয় কাঞ্চন বাঁশ ব্যবহার করে অলংকিত করায় জাদুঘরটি খুব সহজেই নজর কাঁড়ছে পর্যটকদের। মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ও পর্যটকদের বিনোদন জন্য জাদুঘরটি নির্মাণ করা হয়েছে।

পর্যটন স্পট ডাকবাংলোর পিকনিক কর্ণারে নির্মিত জাদুঘরটির ১১টি গ্যালারিতে রয়েছে দুর্লভ সব মুক্তিযুদ্ধের ধারাবাহিক ইতিহাসের স্থিরচিত্র। ছবিগুলোতে ব্রিটিশ ঔপনেবেশিক শাসন থেকে ভারত ভাগ, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ ইতিহাস, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডসহ স্বাধীনতার পরবর্তী ইতিহাসের ঘটনা ফুটে উঠেছে।

গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে, বাংলাদেশের অর্জন, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, ভিশন-২০২১, ২০৪১ এবং ১শ বছরের প্রজেক্ট পরিকল্পনা। এছাড়াও রয়েছে মুক্তিযুদ্ধে ইতিহাস ও ঐতিহ্যের ঐতিহাসিক ৭ মার্চ চত্বর, ৭ বীরশ্রেষ্ঠের প্রতিকৃতি, গ্রামীণ বাংলার কৃষাণ-কৃষানীর মূর্তি, রয়েছে গ্রামীণ ঐতিহ্যের বিলুপ্তির পথে গরুর গাড়ী, পালকি, চা কন্যা ও বিভিন্ন নান্দনিক কৃত্রিম ভাস্কর্য।

পর্যটকরা কাঞ্চনজঙ্ঘার রূপ-সৌন্দর্য উপভোগের পাশাপাশি দেখছেন অপ্রতিরোধ বাংলা জাদুঘরটি। মুক্তিযুদ্ধের নানান ঘটনাপ্রবাহ দেখতে পেয়ে আনন্দিত হচ্ছে দর্শনার্থীরা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours