পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাবের ওয়াজিরাবাদ শহরে লংমার্চের সময় গুলিবিদ্ধ দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে ভালো আছেন।
বৃৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইমরান খানকে লক্ষ্য করে একে-৪৭ অস্ত্র থেকে গুলি চালায় এক হামলাকারী।
এতে ইমরান খানের পায়ে অন্তত তিন থেকে চারটি গুলি বিদ্ধ হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন দেশটির চিকিৎসকরা।
ডন বলেছে, গুলিতে আহত পাকিস্তান তেহরিক ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে লাহোরের শওকত খানম হাসপাতালে নেওয়া হয়েছে।
সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাকে দেখতে হাসপাতালে গেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ এলাহী।
পাঞ্জাবের এই মুখ্যমন্ত্রীর মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে ইমরান খানের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী পারভেজ এলাহী। এ সময় ইমরান খান মুখ্যমন্ত্রীকে বলেছেন, ‘তিনি ভালো আছেন।’
এদিকে, ইমরান খানকে শওকত খানম হাসপাতালে নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ওই হাসপাতালের বাইরে অবস্থান নিয়েছেন তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের হাজার হাজার নেতাকর্মী। এ সময় তারা ইমরান খানের সমর্থনে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে সাবেক এই প্রধানমন্ত্রী ও অন্যান্যদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। আইএসপিআর বলেছে, গুজরানওয়ালার কাছে পিটিআইয়ের লংমার্চের সময় গুলি চালানোর ঘটনা ‘অত্যন্ত নিন্দনীয়।’
চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের সংসদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানজুড়ে সমাবেশ করেছেন তিনি।
হামলাকারী যা বললেন
ওয়াজিরাবাদ শহরে লংমার্চের সময় ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো এক হামলাকারী পুলিশের কাছে দেওয়া ভিডিও বিবৃতিতে বলেছেন, ইমরান খান লোকজনকে বিভ্রান্ত করেছেন। যে কারণে তাকে হত্যার চেষ্টা করেছেন তিনি।
‘ইমরান খান লোকজনকে বিভ্রান্ত করছেন। আমি তাকে সহ্য করতে পারছিলাম না। যে কারণে তাকে হত্যা করতে চেয়েছিলাম। তাকে হত্যার চেষ্টা করেছি।’
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ওই হামলাকারীর পরিচয় দেশটির গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। তবে ভিডিওতে হামলাকারী বলেন, তিনি পিটিআই চেয়ারম্যানকে হত্যা করতে চেয়েছেন।
+ There are no comments
Add yours