ঘুষ দিয়েও মেলেনি সরকারি ঘর

Estimated read time 0 min read
Ad1

আশ্রয়ণ প্রকল্পের টাকা নিয়ে ঘর না দেওয়ার এমন অভিযোগ উঠেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার জাহাঙ্গীর কবির ময়নুল নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

ইউপি সদস্য ঘর ও টাকা না দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী মোরশেদা বেগমের পরিবার।

জাহাঙ্গীর কবির ময়নুল উপজেলার বোতলাগাড়ী ইউপি পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। ভুক্তভোগী একই ইউনিয়নের সরদারপাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।

এ ঘটনায় গত ১ নভেম্বর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, বোতলাগাড়ী ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে মোরশেদা ইউপি সদস্য জাহাঙ্গীর কবির ময়নুলের কাছে গেলে জাহাঙ্গীর তার কাছে ঘরের জন্য এক লাখ টাকা দাবি করেন।

এতে ঘর পাওয়ার আশায় সুদে টাকা নিয়ে জাহাঙ্গীরকে ৩০ হাজার টাকা দেন মোরশেদা। এরপর প্রথম ও দ্বিতীয় ধাপ পেরিয়ে গেলেও কোনো ঘর বরাদ্দ না পাওয়ায় টাকা ফেরত চান তিনি।

কিন্তু টাকা ফেরত না দিয়ে গত তিন মাস ধরে টালবাহানা করছেন জাহাঙ্গীর। ঘর ও টাকা কোনটিই না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে ভূমিহীন পরিবারটি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর শুধুমাত্র অসহায় ভূমিহীনদের জন্য বরাদ্দ। ইউপি সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা অবশ্যই তদন্ত করা হবে। সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours