
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ হোসাইন মাহমুদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পলাশ এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই যুবককে বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে গ্রেপ্তার করেন এপিবিএন’র গোয়েন্দারা।
গ্রেপ্তার হওয়া হোসাইন মাহমুদ ফেনীর দাগনভূঁইয়া এলাকার বাসিন্দা। তার কাছে ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে, যার ওজন ৬৯৬ গ্রাম।
এ সময় মোট ২৯৬ গ্রাম স্বর্ণালংকার (রাসায়নিক পরীক্ষা ব্যতিত) জব্দ করা হয়েছে। এছাড়া তিনটি ল্যাপটপ ও দুটি আইফোন এক্সএস জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া মাহমুদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours