বিএনপির মধ্যে অন্তত ৩০ ভাগ মুক্তিযুদ্ধবিরোধী আছে মন্তব্য করে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এরা কমেনি, কোনো রাজাকার মুক্তিযোদ্ধা হয়নি। অনেক মুক্তিযোদ্ধা রাজাকারের আদর্শে অনুপ্রাণিত হয়েছে। তারা পাকিস্তান জিন্দাবাদের মতো বাংলাদেশ জিন্দাবাদ বলে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে একাত্তরের ঘাতক দালাল নির্মল কমিটি আয়োজিত ৫১ তম সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধুর সংবিধানকে সাম্প্রদায়িকতার কলঙ্ক থেকে মুক্ত করুন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি, তাদেরও সাম্প্রদায়িকতা বিষয়ে আরও সচেতন হতে হবে।
তিনি আরও বলেন বলেন, আজ শুধু মাদ্রাসাগুলোতে নয়, কেজি স্কুলেও জাতীয় সংগীত গাওয়া হয় না। বাস্তবতা এটা। অথচ সরকারের আইন আছে। রাষ্ট্রীয় প্রোগ্রামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনেকে জয় বাংলা স্লোগান, যা আছে এবং সংবিধানে অন্তর্ভুক্ত তা খুব সযত্নে এড়িয়ে যান।
+ There are no comments
Add yours