বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার এর বিবিএলটি ৩৮ তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্যাম্পাস মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদায়ী সংবর্ধিত মোট ৫২ জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। গ্রুজুয়েশন শেষে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনার আয়োজন করেন বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার।
এসময় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে রিফাত সামির এর সভাপতিত্বে ও ফ্যাসিলিটেটর আকাশ সিংহ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম লিডার্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু নাসের মোঃ তোহা।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা অধ্যক্ষ আবু নাসের মোঃ তোহা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,পাস করে বেকার থাকা লজ্জার। যোগ্যরা কখনো বেকার থাকে না। সেজন্য পাস করার পরে নয়, আগে থেকেই নিজেদের লক্ষ্য স্থির করে নিয়ে শিক্ষার্থীদের সেই লক্ষ্য পূরণে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, একটি মোমবাতি থেকে লক্ষ লক্ষ মোমবাতি জ্বালানো যায়।তেমনি সারাদেশে শিক্ষার আলো ছড়িয়ে দেবে।তোমরা মাদক থেকে দূরে থাকবে। কারন মাদক মেধাকে নষ্ট করে তোলে।
এসময় শিক্ষার্থীরা বলেন, পড়াশোনা পাশাপাশি কিভাবে নেতৃত্ব শিখতে হয়, কিভাবে টিম ম্যানেজমেন্ট করতে হয়।কিভাবে একজন শিক্ষার্থী সফল সুনাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সেসব শিক্ষা আমরা শিখতে পেরেছি বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার এর বিবিএলটি ৩৮ তম ব্যাচের ক্লাসের মাধ্যমে। আমাদের মতো অন্য শিক্ষার্থীরা সুশিক্ষা নিয়ে বের হয়ে দেশ ও জাতির মেরুদণ্ড হিসেবে কাজ করছে তারা।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার এর এসিস্টেন্ট ম্যানেজার এন্ড মার্কেটিং কমিউনিকেশন আলী আশরাফ, এবং এসিস্ট্যান্ট ম্যানেজার এডমিশন অপারেশন আকিব বিন হোসাইন, ফ্যাসিলিটেটর মুনিরা সুলতানা,মালিহা মুর্তাজ, আকাশ সিংহ, এখলাস উদ্দিন, জাফরিন সুলতানা, সাদিয়া বিনতে চৌধুরী, সোহাগ খীসা,ঐত্রী বড়ুয়া প্রমূখ।
+ There are no comments
Add yours