কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের বাহিরে ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শনিবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।
বেলা সাড়ে ১১টায় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে মঞ্চ উঠে পৌনে ১২টার দিকে উদ্বোধনী বক্তব্য শুরু করেন।
এ সময় সংরক্ষিত নারী আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুম সুলতানা সীমা দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে চেষ্টা করেন।
তাকে সম্মেলনে ঢুকতে এমপি বাহাউদ্দিন বাহারের লোকজন বাধা দিলে তিনি সেখান থেকে চলে যান।
এরপর বেলা ১১টা ৫৬ মিনিটে ককটেল বিস্ফোরণ ও গুলির আওয়াজ পাওয়া যায়। এ সময় প্রায় ২৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান বলেন, প্রশাসন পরিস্থিতি সামাল দিয়ে সম্মেলন শেষ করেছে।
+ There are no comments
Add yours