বগুড়ায় স্কুলছাত্র রবিউল ইসলাম (১৭) হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মরদেহ নিয়ে মহাসড়কে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
শনিবার (৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের গোদারপাড়া বাজারে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে অবরোধ করেন তারা।
নিহত রবিউল উত্তর গোদারপাড়া এলাকার নওশাদ আলীর ছেলে ও বগুড়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের নবম শ্রেণির ছাত্র ছিল।
এ সময় রবিউলকে হত্যার অভিযোগে পারভেজ নামে এক যুবকের ফাঁসির দাবিতে এলাকাবাসীদের স্লোগান দিতে দেখা যায়৷
অবরোধ চলাকালে আঞ্চলিক মহাসড়কের দু’পাশে যানবাহন আটকা পড়ে যানযটের সৃষ্টি হয়৷
প্রায় দেড় ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী বিকেল ৪টার পর অবোরধ তুলে নেয়।
শুক্রবার(৪ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের উত্তর গোদারপাড়া এলাকায় দুর্বৃত্তরা রবিউলকে ছুরিকাঘাত করে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা মৃত ঘোষণা করেন।
+ There are no comments
Add yours