ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

Estimated read time 1 min read
Ad1

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৬ নভেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ১৯৯ জন। যার মধ্যে মারা গেছেন ১৬৭ জন।

এ পরিস্থিতিতে ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি জানিয়েছেন।

রোববার (৬ নভেম্বর) থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ঝুঁকি কমাতে ডেঙ্গু আক্রান্তদের জন্য এ বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কেন্দ্র ও কেন্দ্রের আশপাশে মশার ওষুধ ছিটাতে বলা হয়েছে। কেন্দ্র সচিবদের ডেঙ্গু ও কোভিডের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া ডেঙ্গু রোগী যদি থাকে, তবে তাদের জন্য আলাদা করে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours