শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাহাড়ে বন্যহাতির পায়ের নিচে পিষ্ট হয়ে অবিজল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা টিলাপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কৃষক অবিজল ভারত সীমান্তবর্তী পাহাড়ি এলাকার তাওয়াকুচা টিল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি এক মেয়ে ও দুই ছেলের জনক।
শনিবার সন্ধ্যার দিকে অবিজলের ফসলি জমিতে বন্যহাতির দল ঢুকে পড়ে। ধানক্ষেত রক্ষা করতে গেলে হাতির পায়ে নিচে পিষ্ট হয়ে অবিজলের মৃত্যু হয়।
ধানক্ষেতে তার রক্তাক্ত মরদেহ পায় এলাকাবাসী। মাঝে মধ্যেই ভারতের গহীন বন থেকে ক্ষুধার্ত বন্যহাতির দল খাবারের সন্ধানে এপারে ছুটে আছে।
ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ধানক্ষেত থেকে হাতি তাড়াতে গিয়ে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে ওই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন করেছে।
+ There are no comments
Add yours