আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক শুরু হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিএসইসির আগারগাঁওয়ের নিজস্ব কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে আইএমএফের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির বাংলাদেশ মিশন প্রধান রাহুল আনন্দ। বিএসইসির সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে তাদের বৈঠকে বসার কথা রয়েছে।
বাংলাদেশ ব্যাংক ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে বৈঠক করেছে তারা। দলটি ৯ নভেম্বর পর্যন্ত সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে বৈঠক করবে।
বৈঠকে ফ্লোর প্রাইস আরোপ, বন্ড মার্কেটের উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ, কমপ্লায়েন্স অবকাঠামো এবং বাজারে প্রয়োগের ব্যবস্থা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
+ There are no comments
Add yours