বন্দর নগরী চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ যায়গার নাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল(চমেক)। যা শিক্ষার্থীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ১৬ নং চকবাজার ওয়ার্ডে অবস্থিত।
কিন্তু এই স্থানকে কেন্দ্র করে বেড়ে উঠেছে নানা অপরাধ ও দূর্নীতি। কম খরচে চিকিৎসা করতে আসা অসুস্থ নাগরিকদের থেকে বকশিস ব্যবসা, ক্যান্টিন নিয়ে দূর্নীতি সহ হাসপাতালের ওষুধ নিয়েও নানা অনিয়মের অভিযোগ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
তবে সম্প্রতি এক ঘটনায় নাগরিক সমাজে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। হাসপাতালকে কেন্দ্র করে বাইক চুরি চক্রের দেখা মিলেছে গত ০২ নভেম্বর।
বুধবার (০২ নভেম্বর) দুপুর ১২টা ৪৬ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ডিপার্টমেন্টের সামনে থেকে মোটরসাইকেল(চট্টমেট্রো-ল-১৩-৫৮১২, সাদা ও নীল রঙ্গের সুজুকি জিক্সার ২০১৬) চুরির ঘটনা ঘটেছে।
গাড়ি উদ্ধারে সকল আইনি প্রক্রিয়া চলমান জানিয়ে গাড়ির মালিক খাজা মাইনুদ্দিন বলেন, ‘আমি ৫ মিনিটের জন্য ডেন্টাল ডিপার্টমেন্টের সামনে গাড়ি রেখে একটা কাজে যায়। ৫ মিনিট পরে এসেই দেখি আমার গাড়ি নেই। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি গাড়ির খোজ দিতে পারেন তাহলে তাকে নগদ ৫,০০০/- টাকা পুরষ্কৃত করা হবে।’
+ There are no comments
Add yours