ফুটবলের সবচেয়ে বড় এই আসরকে ঘিরে এবার প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা বিশিষ্ট একটি বাড়ি রং করা হয়েছে আর্জেন্টাইন পতাকার আদলে।
বাড়িটি এখন স্থানীয়দের কাছে পরিচিত হয়ে উঠেছে ‘আর্জেন্টিনা বাড়ি’ হিসেবে।
ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা মাহবুবুল আলম খোকন ও কানিজ ফাতেমা দম্পতির তিন সন্তানের মধ্যে রেজাউল আলম রাব্বি সবার ছোট।
ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক সে। বিশেষ করে লিওনেল মেসিরখেলা তাকে অনেক বেশি আনন্দ দেয়।
আর্জেন্টিনা দল ও মেসির প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবেই কয়েক মাস আগে নিজেদের বাড়ির রং আর্জেন্টাইন পতাকার আদলে করার জন্য বাবা-মায়ের কাছে বায়না ধরে সে।
পরবর্তীতে অনেকটা বাধ্য হয়েই তার বাবা আর্জেন্টিনার পতাকায় রঙে রাঙিয়ে তোলেন তাদের বাড়িটি। পুরো বাড়ি আর্জেন্টিনার পতাকার আদলে রং করা হলেও বাড়ির ছাদে পানির ট্যাংকটিতে আঁকা হয়েছে বাংলাদেশের পতাকা!
সম্প্রতি ফুটবল বিশ্বকাপকে ঘিরে আলোচনার কেন্দ্রে এসেছে আর্জেন্টাইন পতাকার রঙের এ বাড়িটি। অনেকেই এখন বাড়িটি দেখার জন্য আসছেন।
+ There are no comments
Add yours