বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ তিন বছরেও শেষ না হওয়ায় দোকানঘর ভাড়া নিয়ে চলছে পাঠদান কার্যক্রম। এতে পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের ডুমনীবাড়ি উচ্চ বিদ্যালয়ে দেখা গেছে এমন চিত্র। বিদ্যালয়ের মাঠের পাশেই ঠিকাদারি প্রতিষ্ঠান এক তলা ভবনের কাজ শুরু করে শুধুমাত্র বেজ ঢালাই করে বন্ধ রেখেছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রকৌশল কর্তৃপক্ষকে বারবার অবহিত করলেও কোনো সুফল পাচ্ছে না বিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে বাধ্য হয়েই তীব্র গরম ও খোলা দোকানঘরে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
২০১৯ সালের শেষের দিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ডুমনিবাড়ী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নির্মাণের জন্য প্রায় ৬৬ লাখ টাকা ব্যয় ধরা হয়। টেন্ডারের মাধ্যমে এক তলা বিশিষ্ট ভবনটির নির্মাণের কাজ পায় কাজী ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ৩০০ দিনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও প্রায় তিন বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও কাজটি শেষ হয়নি। বর্তমানে কাজটি বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
ভবন নির্মাণের জন্য বিদ্যালয়ের পুরাতন টিনের ঘরটি ভেঙে ফেলা হয়। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পাশে একটি ও বাজারের পাশে আরেকটি দোকানঘর ভাড়া নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে।
ছোট দুইটি টিন সেটের রুমে গা ঘেঁষে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। একটি ক্লাসরুমের পাশে সিমেন্টের দোকান ও অপর আরেকটির পাশে দোকান ও হাটবাজার।
এ বিষয়ে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান আলী বলেন, কাজ বন্ধ থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকায় রাখা হয়েছে এবং পেমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ কাজটি দ্রুত শেষ হবে।
+ There are no comments
Add yours