চিকিৎসাবিজ্ঞান নিয়ে আন্তর্জাতিক গবেষণা পত্রিকা দ্য ল্যানসেটের ২০২৪ সালের মেডিকেল অক্সিজেন সিকিউরিটি বিষয়ক গ্লোবাল হেলথ কমিশনে সহ-সভাপতিত্ব করতে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে আইসিডিডিআর,বি ও ডাটা ফর ইমপ্যাক্ট আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানানো।
এতে কমিশনারদের একজন হিসেবে দায়িত্ব পালন করবেন আইসিডিডিআর,বি’র সিনিয়র ডিরেক্টর (এমসিএইচডি) ডা. শামস এল আরেফিন।
আইসিডিডিআর,বি’র পক্ষ থেকে ডা. আহমেদ এহসানুর রহমান বলেন, এই কমিশন হাইপক্সেমিয়ার ওপর দৃষ্টিপাত করবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ, কীভাবে অক্সিজেন অ্যাক্সেসকে সংজ্ঞায়িত এবং পরিমাপ করতে হবে, কোন অক্সিজেন দ্রবণ কোন কোন পরিস্থিতিতে সবচেয়ে ভাল কাজ করে তা নিয়ে কাজ করবে। এ ছাড়া কীভাবে অর্থনৈতিক ও রাজনৈতিক সদিচ্ছা জাগরণের মাধ্যমে কাঙ্খিত পরিবর্তন আনা সম্ভব তা নিয়েও কাজ করা হবে।
+ There are no comments
Add yours