প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন।
আরও>>> মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা রাহমান গ্রেপ্তার
আজ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেন মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুলতানা আহমেদকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
প্রধানমন্ত্রীকে কটূক্তি : দুই দিনের রিমান্ডে সুলতানা
আসামির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার সুলতানা আহমেদের চিকিৎসা ও ডিভিশনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
+ There are no comments
Add yours