রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অধ্যাপক সুজিত কুমার সরকারের (৬৫) মরণোত্তর দেহ দান করা হয়েছে।
গতকাল বুধবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন অধ্যাপক সুজিত কুমার সরকারের ছেলে অনুজীপ সরকার।
গত সোমবার (৭ নভেম্বর) সপরিবারে সেন্ট মার্টিনে ভ্রমণে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক সুজিত কুমার সরকার। তাকে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে তিনি মারা যান।
এরপর তার মরদেহ অ্যাম্বুলেন্সযোগে প্রথমে নিজ জন্মস্থান নাটোর এবং পরে রাজশাহীতে নিয়ে আসা হয়।
বুধবার সকালে অধ্যাপক সুজিত কুমার সরকারের মরদেহ বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ কলা ভবনের সামনে রাখা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।
+ There are no comments
Add yours