
তৃতীয় বর্ষের সেমিস্টার ফি’র সঙ্গে অতিরিক্ত সংযুক্ত ৬শ টাকা মওকুফের দাবিতে সড়ক অবরোধ করেছে সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুই দফায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। প্রথমে সাড়ে ১১টা থেকে বিএম কলেজের সামনের সড়কে পরে সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এ সময় শহরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়।
পূর্বের মওকুফকৃত ৬শ টাকা তৃতীয় বর্ষের সেমিস্টার ফি’র সঙ্গে যুক্ত করে টাকা জমা দেওয়ার নোটিশ দেয় কলেজ কর্তৃপক্ষ। এ নোটিশ পাওয়ার পর তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের একপর্যায়ে তারা জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে তাদের দাবি তুলে ধরেন।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours