আগামী ১৩ নভেম্বর রোববার থেকে আগের সময়সূচি অনুযায়ী হাইকোর্ট বিভাগ ও নিম্ন আদালতের বিচারকাজ পরিচালিত হবে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বনী জানান, রোবরার থেকে সকাল ১০টা ৩০ মিনিটে হাইকোর্টের সব বেঞ্চে বিচারকাজ শুরু হবে। ৪৫ মিনিটের বিরতি দিয়ে ৪টা ১৫ মিনিট পর্যন্ত বিচারকাজ চলবে।
সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে সকাল সাড়ে ৯টায় বিচারকাজ শুরু হবে। মধ্যবর্তী ৩০ মিনিটের বিরতি দিয়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিচারকাজ চলবে। হাইকোর্ট ও নিম্ন আদালতের অফিসও আগের সময়সূচি অনুযায়ী চলবে।
+ There are no comments
Add yours