
কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত ১১ রোহিঙ্গাকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের চার সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটককৃতরা হলেন- উখিয়ার বালুখালীর জামতলীস্থ ১৫ নম্বর ক্যাম্পের আব্দুর রশিদ, উখিয়ার কুতুপালং বালুমাঠ ক্যাম্পের আইয়ুব, উখিয়ার শফিউল্লাহ কাটা ক্যাম্পের আমির হোসেন এবং স্থানীয় টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকার রবিউল আলম।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের মো. ফারুক, মো. আলম, কুতুপালং ক্যাম্পের একরামুল হাসান, তৈমর, বালুখালী ক্যাম্পের মো. রফিক, মো. জালাল, মোজাম্মেল, কিশোর মো. সাদেক, মো. জুবায়ের, নুর কামাল এবং ফাতেমা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯ নভেম্বর টেকনাফের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্যদের আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে টেকনাফের মহেশখালীয়া পাড়া থেকে অপহৃতদের উদ্ধার করা হয়।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours