রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন স্থগিত করা হয়েছে।
চলতি সপ্তাহে যেকোনো সময় প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
শুক্রবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ৬ বছর পর গত ২৩ অক্টোবর বিজ্ঞপ্তির মাধ্যমে রাবি শাখা ছাত্রলীগের নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সপ্তাহ না যেতেই আরেক বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ নভেম্বর রাবি শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করে কেন্দ্রীয় কমিটি। কেন্দ্র ঘোষিত তারিখ অনুসারে সম্মেলনের বাকি এক দিন। অথচ এখনও সম্মেলনের প্রস্তুতি শুরু করেননি ছাত্রলীগ নেতাকর্মীরা। ফলে সম্মেলন নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ধোঁয়াশা দেখা দিয়েছে।
শাখা ছাত্রলীগের শীর্ষপদ প্রত্যাশী নেতারা জানান, স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ সম্মেলন হোক তা চায় না। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ও সম্মেলনের পক্ষে নন। তাই সম্মেলন স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ডিসেম্বর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে রাবি ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
+ There are no comments
Add yours