রাস্তা বন্ধ করে শতাধিক পরিবারকে উচ্ছেদের হুমকি, প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

Estimated read time 0 min read
Ad1

জামালপুর জেলা শহরের ছোটগড় এলাকায় যাতায়াতের রাস্তা বন্ধ করে বসতবাড়ি থেকে শতাধিক পরিবারকে উচ্ছেদের হুমকি দিয়েছে ভূমিদস্যুরা। এমন অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। এতে বিপাকে পড়েছে প্রায় শতাধিক পরিবার।

প্রভাবশালী ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছে ভুক্তভোগী ছোটগড় এলাকাবাসী।

জামালপুর পৌরসভা ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী আশরাফুল ইসলাম, জিয়াউল হক, মো. জুয়েল রানা, খলিলুর রহমান, আব্দুল হামিদ ও মোছাঃ ইতি বেগম প্রমুখ।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, প্রভাবশালী ভূমিদস্যুরা তাদের বসতবাড়ি ও ফসলি ভূমি নামমাত্র মূল্যে ক্রয় করতে না পেরে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে। নতুন কোন বসতবাড়িও নির্মাণ করতে দিচ্ছে না।
পরে এলাকাবাসী জামালপুর পৌরসভার মেয়রসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours