রাজধানীর ধামরাইয়ে ‘বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড এগ্রো’ নামের কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানে লাগা আগুন ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় এখনো হতাহাতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের কয়েকটি স্টেশনের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ ভোর ৫টার দিকে ধামরাইয়ের কালামপুরের বিসিক শিল্পনগরী এলাকার ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার চারতলা ভবনের তৃতীয়তলায় আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার পর সাভার ফায়ার সার্ভিস, ডিইপিজেড ফায়ার সার্ভিস ও কল্যাণপুর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল হোসেন খবর বাংলাকে বলেছেন, ধারণা করা হচ্ছে ওই ভবনের তৃতীয়তলায় আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।
+ There are no comments
Add yours