বিশ্ব রেকর্ড করল বেঙ্গালুরুর প্রতিষ্ঠাতার মূর্তি

Estimated read time 1 min read
Ad1

ভারতের বেঙ্গালুরু শহরের প্রতিষ্ঠাতা নাদপ্রভু কেম্পেগৌড়ার ১০৮ ফুট উচ্চতার ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূর্তিটির উন্মোচন করেছেন ।

ইতোমধ্যে মূর্তিটি বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে। ‘ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস’ বলছে, মূর্তিটি একজন নগরী প্রতিষ্ঠাতার প্রথম এবং সবচেয়ে উঁচু ব্রোঞ্জ মূর্তি।

স্থানীয় প্রশাসন এটিকে ‘সমৃদ্ধির মূর্তি’ হিসেবে আখ্যায়িত করেছে। বেঙ্গালুরুর উন্নতিতে ব্যাপক অবদানের জন্য নগরীর প্রতিষ্ঠাতা কেম্পেগৌড়ার অবদানের স্মরণে এটি তৈরি করা হয়েছে।

মূর্তিটি নির্মাণে খরচ হয়েছে ৮৫ কোটি রূপি। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের চত্বরে ২৩ একর জমির একটি হেরিটেজ থিম পার্কে এটি নির্মাণ করা হয়েছে। রাজ্য সরকার ২০১৯ সালে এই মূর্তি এবং থিম পার্ক তৈরির পরিকল্পনা নেয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার (১১ নভেম্বর) কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ২২০ টন ওজনের ওই মূর্তি উদ্বোধন করেছেন। মূর্তিটির হাতে ৪ টন ওজনের একটি তলোয়ার রয়েছে।

মূর্তিটি তৈরি করেছেন ভারতের খ্যাতনামা ভাস্কর রামভাঞ্জি সুতার। তিনি বেঙ্গালুরুর বিধান সৌধে মহাত্মা গান্ধীর মূর্তিও তৈরি করেছেন।

সাবেক বিজয়নগর সাম্রাজ্যের অধীনে সামন্ত শাসক ছিলেন কেম্পেগৌড়া। ১৫৩৭ সালে বেঙ্গালুরু প্রতিষ্ঠা করেছিলেন তিনি। পুরাতন মাইসুরু এবং দক্ষিণ কর্ণাটকের অন্যান্য অংশে প্রভাবশালী ভোক্কালিগা সম্প্রদায়ের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন কেম্পেগৌড়া।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours