পটুয়াখালীর কুয়াকাটায় উচ্ছেদ অভিযানে হাজারো স্থানীয় বাসিন্দা বাধা দিয়ে সড়কে অবস্থান নেওয়ার ঘটনা ঘটেছে। ফলে কুয়াকাটা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।
কুয়াকাটা সৈকত থেকে বেড়িবাঁধ পর্যন্ত ৭৩ একর জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে ৫০ বছর ধরে মামলা চলে আসছিল। বুধবার (০৯ নভেম্বর) সরকারের পক্ষে রায় দেয় আদালত। শুক্রবার জেলা প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে কয়েক হাজার স্থানীয় জনগণ তাদের বাধা দেয়। জেলা প্রশাসনের প্রতিনিধি দল স্থানীয় জনগণের পক্ষের প্রতিনিধিদের সঙ্গে ধানসিঁড়ি পরিদর্শন বাংলো (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড) ভবনে বসেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সংকর চন্দ্র বৈদ্য বলেন, স্থানীয়দের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় দিয়েছি। ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের চেষ্টা করা হবে।
+ There are no comments
Add yours