নোয়াখালী সদর উপজেলায় জরুরি সেবা নম্বর-৯৯৯ এ কল দিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ দেওয়ায় মো. আনোয়ার হোসেন (৩৫) নামের এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. আনোয়ার হোসেন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের দক্ষিণ শুল্লকিয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শুল্লকিয়া গ্রামের আনোয়ার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে। তিনি জানান, তার স্ত্রী জেসমিন ধর্ষণের শিকার হয়েছে।
৯৯৯ এর মাধ্যমে এমন খবর পেয়ে সুধারাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মাইনউদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আনোয়ার স্বীকার করেন তিনি মজা করার জন্য এমন কল করেছিলেন।
সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আনোয়ার আগেও ৯৯৯ ফোন করে এ রকম মিথ্যা তথ্য দিয়ে, পুলিশকে হয়রানি করেছেন। মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করায় তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
+ There are no comments
Add yours